সারা বাংলাদেশে প্রায় সাড়ে ৩ লক্ষ যুবকে ক্ষতিগ্রস্থ সদস্য রয়েছে। যাদের ক্ষতিপূরণ আদায়ে কাজ করে যাওয়া সংগঠন ‘যুবকে ক্ষতিগ্রস্থ জন কল্যাণ সোসাইটি’। সংস্থাটির নিজস্ব ফরমে আবেদনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ সদস্যরা সংগঠনের সদস্যপদ নিতে পারবেন এবং সকল সদস্যের তথ্য প্রকাশিত থাকবে এই ওয়েবসাইটে।
আমরা প্রশাসক নিয়োগের উদ্দেশ্যে উচ্চ আদালতে একটি রীট পিটিশন দায়ের করি। রীট পিটিশনটি চূড়ান্ত হেয়ারিং এর অপেক্ষায় আছে। ইতিমধ্যে আমরা প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সাথে যোগাযোগ করে প্রশাসক নিয়োগ ও টাকা ফেরত পাওয়ার লক্ষ্যে যোগাযোগ ও আবেদন করেছি। যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটির সকল সদস্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও দোয়া রইলো।
এক দশকের বেশি সময় পরও টাকা পায়নি কেউ, গোপনে সম্পদ বিক্রি করছে ‘যুবক’
Jamuna|tv
Iএক দশকের বেশি সময় কেটে গেলেও শুকায়নি ক্ষত। ভালো কিছু হবে- এই আশায় অর্থ বিনিয়োগ করে এখন নি:শ্ব লাখ লাখ মানুষ। বলছি যুব কর্মসংস্থান সোসাইটি, যুবকের কথা। তিনটি কমিশন গঠন করেও কোন লাভ হয়নি। টাকা ফিরে পাচ্ছে না কেউ। অভিযোগ উঠেছে, গোপনে কর্মকান্ড পরিচালনা করছে যুবক কর্তৃপক্ষ। সম্পদও বিক্রি ছাড়াও চালু করা হয়েছে শিল্প উৎপাদন। রিমন রহমানের রিপোর্ট।